ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর: রিপোর্ট

aerial view of dhaka city
বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। ছবি: স্টার

বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ানের একটি প্রতিবেদনে।

জাতিসংঘের হ্যাবিট্যাট ডাটা থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটিতে বলা হয় শহরটিতে প্রতি বর্গকিলোমিটারে ৪৪,৫০০ জন মানুষ বসবাস করেন।

অন্যান্য ঘনবসতিপূর্ণ শহরগুলো মধ্যে অধিকাংশের অবস্থান এশিয়া মহাদেশে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অবস্থান চতুর্থ স্থানে।

বসতির এই ঘনত্ব নির্ধারণে মূল শহরের আশে-পাশের অধিবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জাতিসংঘের ডেমোগ্রাফিক ইয়ারবুকে বসতির ঘনত্ব নির্ধারণে শুধুমাত্র “মূল শহর”-এর অধিবাসীদেরকে ধরা হয়েছে। সেই হিসেবে ম্যানিলা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ইউরোপের প্যারিস, এথেন্স এবং বার্সেলোনা, উত্তর আমেরিকার নিউইয়র্ক এবং অস্ট্রেলিয়ার সিডনি এই তালিকায় অন্তর্ভুক্ত।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago