নোঙর করা ২ লঞ্চ ডুবে পদ্মায় নিখোঁজ ২৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঘাটের পাশে নোঙর করে রাখা দুটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চডুবির এই ঘটনায় ২৫ জন নিখোঁজ হয়েছেন। হঠাৎ নদী ভাঙনের কারণে চেয়ারম্যান ঘাট এলাকায় ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরে পদ্মায় যে জায়গায় লঞ্চ ডুবেছে সেখানে ভিড় করেছে স্থানীয় লোকজন। ছবি: স্টার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঘাটের পাশে নোঙর করে রাখা দুটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চডুবির এই ঘটনায় ২৫ জন নিখোঁজ হয়েছেন। হঠাৎ নদী ভাঙনের কারণে চেয়ারম্যান ঘাট এলাকায় ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এমভি মহানগর ও নড়িয়া-২ নামের ডুবে যাওয়া লঞ্চদুটি শরীয়তপুর ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচল করত। ডুবে যাওয়া লঞ্চদুটি ছাড়াও ঢাকা ও শরীয়তপুরের মধ্যে চলাচলকারী আরেকটি লঞ্চ এমভি মৌচাক-২ প্রবল স্রোতের টানে ঘাট থেকে দূরে ভেসে গেছে। এসময় মোট ছয়টি লঞ্চ ঘাটে অবস্থান করছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনকে উদ্ধৃত করে মাদারীপুর থেকে স্থানীয় সংবাদদাতা লঞ্চডুবির খবরটি জানিয়েছেন। নিখোঁজ হওয়া লোকজনের মধ্যে লঞ্চের কর্মী ও যাত্রী রয়েছেন। তবে নিখোঁজ লোকজনের পরিচয় ও পরিণতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শরীয়তপুর পুলিশের অতিরিক্ত এসপি এহসান শাহ বলেন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ডুবে যাওয়া লঞ্চদুটির অবস্থান বের করার চেষ্টা চলছে বলে যোগ করেন ওই পুলিশ কর্মকর্তা।

লঞ্চডুবির ঘটনার কিছুক্ষণের মধ্যেই নদী থেকে তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়। তাদেরকে মুলফাতগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভাঙনে ঘাটের প্রায় ৩০ শতাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আজকের ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়াঁ নামের এক ব্যক্তি বলেন, “চোখের সামনে লঞ্চগুলো ডুবে গেল। লঞ্চ তিনটিতে ৫০ থেকে ৬০ জন ছিল।”

মৌচাক-২ লঞ্চে ঢাকা থেকে যাওয়া যাত্রী মোহাম্মদ আলী বলেন, কোনমতে সাঁতরে তিনি তীরে উঠতে পেরেছেন। তার স্ত্রী, শাশুড়ি ও পাঁচ দিনের নবজাতক মেয়ে নিখোঁজ হয়েছে।

Click here to read the English version of this news

Comments