প্রথম ডোজসহ সব ডোজই চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদে গণটিকা কার্যক্রম অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আজকের পর থেকে প্রথম ডোজসহ সব ডোজই চালু থাকবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টিকা আছে। যত টিকাই লাগে আমরা দিতে পারব। টিকা অতিরিক্ত হয়ে গেলে আমরা অন্য যে দেশ টিকা পায়নি তাদের দিয়ে দিব।

আজ শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদে গণটিকা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেল আলী খান চৌধুরী, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago