‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল’

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যার শামিল হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
দীর্ঘ পথ হেঁটে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার পর একটু জিরিয়ে নিচ্ছেন রোহিঙ্গা শরণার্থীদের এই দলটি। ছবিটি গত ১০ সেপ্টেম্বর টেকনাফের কাছে একটি এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যার শামিল হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

রাখাইনে চলমান অবস্থাকে পৃথিবীতে বিরল আখ্যা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিচার করা উচিত।

আজ সোমবার কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী যেভাবে রোহিঙ্গাদের প্রতি বর্বর নির্যাতন, ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগ চালাচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা।”

আজ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান রিয়াজুল হক। সেখান থেকে ফিরে এসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী মিয়ানমারের সেনাবাহিনীর চলমান নিপীড়নের হাত থেকে বাঁচতে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। উদ্বাস্তু এসব রোহিঙ্গার জরুরি প্রয়োজন মেটাতে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার তহবিলের জন্য আবেদন জানিয়েছে জাতিসংঘ।

রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নির্যাতনের মুখে পালিয়ে আসা এসব লোকজনকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

1h ago