রোহিঙ্গাদের গ্রামে সেনাদের আগুন দেওয়ার প্রমাণ রয়েছে: অ্যামনেস্টি

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে তারা রোহিঙ্গাদের গ্রামে মিয়ানমারের সেনাদের আগুন দেওয়ার প্রমাণ পেয়েছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে তারা রোহিঙ্গাদের গ্রামে মিয়ানমারের সেনাদের আগুন দেওয়ার প্রমাণ পেয়েছে।

স্যাটেলাইট থেকে তোলা ছবি, নতুন ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বরাত এবং অন্যান্য তথ্য প্রকাশের মাধ্যমে অ্যামনেস্টি দেখিয়েছে যে গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৮০টিরও বেশি জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ (১৫ সেপ্টেম্বর) মানবাধিকার সংস্থাটির এসব তথ্যে মিয়ানমারে রোহিঙ্গা নিধনের পরিষ্কার চিত্র উঠে আসে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে রোহিঙ্গা বসতি এলাকাগুলোতে ৮০টি বড় মাত্রার অগ্নিকাণ্ড ধরা পড়ে।

সংস্থাটির ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান এক বার্তায় বলেন, “এই প্রমাণগুলো অকাট্য। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বের করে দেওয়ার জন্যে বেছে বেছে তাদের ঘর-বাড়িতে আগুন দিচ্ছে।”

তিনি আরও বলেন, “সেখানে নির্যাতনের পরিষ্কার প্রমাণ রয়েছে। সেনা সদস্যরা গ্রাম ঘিরে রেখেছে। প্রাণভয়ে পালিয়ে যাওয়া মানুষদের ওপর গুলি করেছে এবং তাদের বাড়ি-ঘরে আগুন দিয়েছে।”

আইনের দৃষ্টিতে এসব হচ্ছে “মানবতার বিরুদ্ধে অপরাধ”, যোগ করেন তিরানা।

রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছে বলে মিয়ানমার সরকার যে দাবি তুলেছে সে প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের এমন দাবি ডাহা মিথ্যা। আমাদের তদন্তে পরিষ্কার দেখা যাচ্ছে দেশটির সেনাবাহিনীর সঙ্গে কিছু উগ্রপন্থি মানুষ রোহিঙ্গাদের বাড়ি-ঘরে আগুন দিচ্ছে।”

দেশটির সংঘাত-পীড়িত সংস্থাটির মতে, রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে প্রকৃত অবস্থা আরও ভয়াবহ।

Comments

The Daily Star  | English

Jashore records year's highest temperature at 43.8°C

The year's highest temperature of 43.8 degrees Celsius was recorded in the southwestern district of Jashore this afternoon

26m ago