আফগানিস্তান বিষয়ে আলোচনায় চীনে লাভরভ

ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর প্রথম বারের মতো চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
আজ বুধবার চীনের টুংসিতে সাক্ষাৎ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর প্রথম বারের মতো চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

লাভরভ পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তান বিষয়ে ২টি বহুজাতিক বৈঠকে অংশ নেবেন।

আজ বুধবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আঞ্চলিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের প্রতিনিধিত্ব করবেন এবং তালেবান নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন। কাতার ও ইন্দোনেশিয়া অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের বিশেষ দূতদের সঙ্গে 'বর্ধিত ট্রোইকা'র একটি পৃথক বৈঠকে যোগ দেবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার একটি ব্রিফিংয়ে ট্রোইকা বৈঠক সম্পর্কে বলেছেন, 'চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পাকিস্তানের আফগান ইস্যুতে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এমন সব দেশগুলো নিয়ে এই বৈঠক হবে।'

চীন আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও যুক্তরাষ্ট্র এবং অন্যদের মতো কঠোর সমালোচনা থেকে বিরত রয়েছে। চীন কাবুলে তাদের দূতাবাস খোলা রেখেছে। মেয়েদের শিক্ষা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন সীমিত করার জন্য তালেবানের বিভিন্ন উদ্যোগ নিয়ে কোনো বিষয়ে মন্তব্য করেনি চীন।

Comments

The Daily Star  | English

Bangladesh, Qatar ink 10 cooperation documents

Bangladesh and Qatar today signed 10 cooperation documents -- five agreements and five MoUs -- to strengthen ties on multiple fronts and help the relations reach a new height

16m ago