চীনের জিয়ান শহরে কঠোর লকডাউন

চীনের জিয়ান শহরের ১ কোটি ৩০ লাখের বেশি বাসিন্দা গৃহবন্দী হয়ে পড়েছেন। কারণ, চীনা কর্মকর্তারা শীতকালীন অলিম্পিকের আগে শহরটিতে কয়েক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়ন করছেন। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির চীনা সংবাদদাতা স্টিফেন ম্যাকডোনেল জানিয়েছেন, প্রতি ২ দিন পর একটি পরিবারের মাত্র একজন সদস্যকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে।
অপ্রয়োজনীয় সব ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং গণ পরীক্ষা শুরু হয়েছে।
গত এক সপ্তাহ ধরে জিয়ানে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বেড়েছে এবং ৯০ জনের বেশি মানুষের করোনা নিশ্চিত করা হয়েছে।
চীনের মিডিয়া বিশ্লেষক কেরি অ্যালেন জানিয়েছেন, করোনার একমাত্র ভাইরাস নয় যা নিয়ে এখানকার অধিবাসীরা উদ্বিগ্ন।
চলতি সপ্তাহে মিডিয়া প্রকাশিত সংবাদ অনুযায়ী, 'দ্বৈত মহামারির' সম্মুখীন হয়েছে জিয়ান। কারণ সেখানে অনেকগুলো 'রক্তক্ষরণজনিত জ্বরের' ঘটনা ঘটেছে। যা একটি প্রাকৃতিক মহামারি রোগ এবং মৃত্যুর হার বেশি।
চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, 'সংক্রমণ বৃদ্ধি', 'গুরুতর ঘটনা' এবং 'প্রাণহানির সংখ্যা বৃদ্ধি' পেয়েছে। তবে, এটিকে উত্তর চীনের একটি 'সাধারণ' মৌসুমি রোগ বলা হয় এবং প্রধানত গ্রামাঞ্চলে হয়ে থাকে।
Comments