চীন

চীনে বন্যায় নিহত অন্তত ২১, রেড অ্যালার্ট ৫ শহরে

চীনে হুবেই প্রদেশে ভারী বৃষ্টির ফলে বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রদেশের পাঁচটি শহরে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে।
হুবেই প্রদেশের সুইঝো শহরে ভারী বৃষ্টির পর বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের নৌকা দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

চীনে হুবেই প্রদেশে ভারী বৃষ্টির ফলে বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রদেশের পাঁচটি শহরে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ছয় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হুবেই প্রদেশের উত্তরের শহর লিউলিন ও সুইঝোতে এই মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বন্যায় সুইঝো, জিয়াংইয়াং, জিয়াগান শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৭০০ এর বেশি ঘরবাড়ি ও দোকান। বিচ্ছিন্ন আছে বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার ইচেং শহরে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

চায়না ডেইলির কর্মকর্তারা জানান, বন্যায় আট হাজার ১১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় ১৬ দশমিক ৬৭ মিলিয়ন ডলার সমমানের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments

The Daily Star  | English

Rain, at last, in some parts of Dhaka

After a month-long severe heatwave, Dhaka experienced rain and thundershowers in parts of the capital last night

56m ago