দক্ষিণ এশিয়া

তালেবানের প্রতি সন্ত্রাসবাদ প্রতিরোধের আহ্বান ৬ প্রতিবেশী দেশের

তালেবানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং আফগানিস্তানে দায়েশ ও আল-কায়েদাকে প্রতিষ্ঠা লাভের সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিবেশী ৬ দেশ। দেশগুলো হলো, চীন, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তান।
আফগানিস্তান নিয়ে পাকিস্তানের উদ্যোগে ভার্চুয়াল মন্ত্রী পর্যায়ের বৈঠক। ছবি: সংগৃহীত

তালেবানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং আফগানিস্তানে দায়েশ ও আল-কায়েদাকে প্রতিষ্ঠা লাভের সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিবেশী ৬ দেশ। দেশগুলো হলো, চীন, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তান।

আজ শনিবার আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলোনিউজ এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তান নিয়ে পাকিস্তানের উদ্যোগে ভার্চুয়াল মন্ত্রী পর্যায়ের বৈঠকের একদিন পর, গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ৬ দেশ তালেবানকে মধ্যপন্থা অবলম্বন করতে বলে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সরকারি কাঠামো গঠন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর বিষয়ে বন্ধুত্বপূর্ণ নীতি গ্রহণ, টেকসই শান্তি, সুরক্ষা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির যৌথ লক্ষ্য অর্জন এবং বিভিন্ন জাতিগোষ্ঠী, নারী ও শিশু অধিকারসহ মৌলিক মানবাধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে তালেবানকে আফগানিস্তানের মাটি থেকে কোনো সন্ত্রাসী সংগঠন পরিচালনার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, সন্ত্রাসী সংগঠন, যেমন: আইএসআইএস, আল-কায়েদা, ইটিআইএম, টিটিপি, বিএলএ, জন্দোল্লাহ ও অন্যান্যদের আফগানিস্তানের ভূখণ্ডে প্রতিষ্ঠা লাভের সুযোগ দেওয়া উচিত নয়।

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

21h ago