দক্ষিণ কোরিয়ায় দিনে শনাক্ত ১ লাখ ছাড়িয়েছে

প্রায় ২ বছর ধরে চলা বৈশ্বিক করোনা মহামারির মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় একদিনে শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছে।
কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির (কেডিসিএ) মতে, আজ নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৭ হাজার ২৮৩ জন।
এ ছাড়াও, দেশটিতে করোনায় গুরুতর রোগীর সংখ্যা ৩৮৫ জন।
ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোয় দক্ষিণ কোরিয়ায় শনাক্তের সংখ্যা বেড়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধায় সরকার সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কিছু বিধি-নিষেধ শিথিল করায় রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
এতে আরও বলা হয়, গত এক সপ্তাহে দৈনিক সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি দেশটিতে প্রথম দৈনিক শনাক্তের হার ছিল ৫০ হাজারের ওপরে।
স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা চলতি মাসের শেষের দিকে দৈনিক শনাক্তের হার ১ লাখ ৭০ হাজারে পৌঁছাতে পারে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা মার্চের মাঝামাঝি এই সংখ্যা ২ লাখ ৭০ হাজারের কাছাকাছি হতে পারে।
কেডিসিএর হিসাবে, দক্ষিণ কোরিয়ার ৫ কোটি ২০ লাখ জনসংখ্যার ৮৬ দশমিক ৩ শতাংশকে ২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ ছাড়াও, ৫৮ দশমিক ৬ শতাংশকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে আগামী ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন থাকায় দেশটির কিছু করোনাবিধি শিথিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
Comments