করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১৬, শনাক্ত ৩.৪১ শতাংশ

Corona_India
ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪১৬ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২০ হাজার ৯৬৭ জন।

একই সময়ে আক্রান্ত আরও ৩৯ হাজার ৩৬১ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৪৪৪টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক চার এক শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৫ হাজার ৯৬৮ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৭৯ হাজার ১০৬ জন।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও ওড়িশা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৪৩ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৯৯ হাজার ৮৭৪ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৪৩ কোটি ৫১ লাখ ৯৬ হাজার একজনকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে তিন লাখ ২৭ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬৪ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪৪ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Comments