ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১.৯৭ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩০,৭৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতকালের তুলনায় ১৩.৭ শতাংশ কম। একই সময়ে ১৫,৫৯,৮৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনা শনাক্তের সাপ্তাহিক পজিটিভ হার দাঁড়িয়েছে ২.০৪ শতাংশ। একইসঙ্গে প্রতিদিনের পজিটিভ হার দাঁড়িয়েছে ১.৯৭ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩০৯ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা হলো ৪,৪৪,৮৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া শীর্ষ পাঁচটি রাজ্য হলো- কেরালা ১৯,৩২৫ জন, মহারাষ্ট্র ৩,৩৯১ জন, তামিলনাড়ু ১,৬৫৩ জন, অন্ধ্র প্রদেশে ১,১৭৪ জন এবং মিজোরামে ১,১০৪ জন। এই পাঁচ রাজ্য থেকে প্রায় ৮৬.৬ শতাংশ নতুন করোনা রোগী রিপোর্ট করা হয়েছে এবং ৬২.৮ শতাংশ কেরালাতে শনাক্ত হয়েছে।
একই সময়ে সর্বোচ্চ মৃত্যুর খবর পাওয়া গেছে কেরালায় ১৪৩ জন। এরপরেই মহারাষ্ট্রে ৮০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৩৮,৯৪৫ জন রোগী সুস্থ হয়েছেন।
Comments