ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ১.১৯ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা বৃহস্পতিবারের তুলনায় ১৪.৫ শতাংশ কম। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩,৪১,৪৩,২৩৬।
ভারতের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য এক নারীকে করোনা ওয়ার্ডে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা বৃহস্পতিবারের তুলনায় ১৪.৫ শতাংশ কম। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩,৪১,৪৩,২৩৬।

একইসময়ে ১৩,২৪,২৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.১৯ শতাংশ।

আজ শুক্রবার ভোরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া শীর্ষ পাঁচটি রাজ্য হলো- কেরালায় ৮ হাজার ৭৩৩ জন, মহারাষ্ট্রে ১ হাজার ৫৭৩ জন, তামিলনাড়ু ১ হাজার ১৬৪ জন, পশ্চিমবঙ্গ ৮৩৩ জন এবং মিজোরামে ৭৩৭ জন।

এই ৫ রাজ্যে প্রায় ৮২.৬ শতাংশ নতুন করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের ৫৫.৩২ শতাংশ কেরালাতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে, মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৪২ জন।

এসময়ে সুস্থ হয়েছেন ১৮,৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩,৩৫,১৪,৪৪৯ এবং সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago