মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে বিস্ফোরণে ভারতীয় নৌবাহিনীর ৩ সেনা নিহত

মঙ্গলবার মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণভিরে বিস্ফোরণে ভারতীয় নৌবাহিনীর ৩ সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএনএস রণভির। সংগৃহীত ফাইল ছবি

মঙ্গলবার মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণভিরে বিস্ফোরণে ভারতীয় নৌবাহিনীর ৩ সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, 'নেভাল ডকইয়ার্ড মুম্বাইয়ে একটি দুর্ভাগ্যজনক ঘটনায় আইএনএস রণভিরের অভ্যন্তরীণ কামরায় বিস্ফোরণের ফলে তিনজন নৌসেনা সদস্য আহত হয়েছেন।'

এতে আর বলা হয়েছে, জাহাজের ক্রুরা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে চারটায়।

নৌবাহিনী জানায়, আইএনএস রণভির ২০২১ সালের নভেম্বর মাস থেকে পূর্ব নৌ কমান্ড থেকে ক্রস-কোস্ট অপারেশনাল ডিপ্লয়মেন্টে ছিলেন এবং শিগগির বেস বন্দরে ফিরে আসার কথা ছিল। এ ঘটনা তদন্ত করতে তদন্ত বোর্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

9h ago