অন্যরকম ঢাকা

ঈদুল ফিতরের ছুটিতে ব্যস্ত নগরী ঢাকা অনেকটাই জনশূন্য। রাজধানীর অনেকেই ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে বা অন্য কোথাও ঘুরতে গেছেন। রাজধানীর ব্যস্ত পথঘাটে এখন প্রায় সুনশান নীরবতা।
মতিঝিল। ছবি: প্রবীর দাশ/স্টার

ঈদুল ফিতরের ছুটিতে ব্যস্ত নগরী ঢাকা অনেকটাই জনশূন্য। রাজধানীর অনেকেই ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে বা অন্য কোথাও ঘুরতে গেছেন। রাজধানীর ব্যস্ত পথঘাটে এখন প্রায় সুনশান নীরবতা।

গত ৫ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে, ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তার আগের ২ দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

রাজধানীর মিরপুর রোড। ছবি: প্রবীর দাশ/স্টার

আজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কে গণপরিবহন ও যাত্রীর কোনো চাপ নেই। যে রাস্তায় সব সময় যানজট লেগেই থাকতো সেখানে এখন গাড়ি দেখার জন্য ২-৩ মিনিট কখন বা ৫ মিনিট ধরে অপেক্ষা করতে হচ্ছে।

কাকরাইল। ছবি: প্রবীর দাশ/স্টার

সাধারণ সময়ের মতো ব্যস্ততম এলাকা গাবতলী, আসাদ গেট, মিরপুর রোড, ফার্মগেট, মহাখালী, তেজগাঁও, শাহবাগ, পল্টন মোড়, গুলিস্তান, জিরো মতিঝিলে কোনো যানজট নেই। সকালে ব্যস্ত রাস্তা ফাঁকা পেয়ে অনেককে শরীর চর্চা করতে দেখা গেছে।

ফার্মগেট। ছবি: প্রবীর দাশ/স্টার

মহাখালী ফ্লাইওভারে প্রায় ৫ মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখতে পাওয়া যায়নি।

তেজগাঁও। ছবি: প্রবীর দাশ/স্টার

এসময় ট্রাফিক পুলিশদের রাস্তার পাশে অলস সময় কাটাতে দেখা গেছে।

অলস সময় পার করছেন এক পুলিশ সদস্য। ছবি: প্রবীর দাশ/স্টার

বাস কাউন্টারগুলোতে আজ কোনো যাত্রী দেখা যায়নি।

 

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago