অপরাধ ও বিচার

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
র‍্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন শেষে ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমাকে গুলশান থানায় নেওয়া হয়। ছবি: স্টার

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আতিকুল ইসলামের আদালতে এ আবেদন করেন।

এর আগে, দুপুর ২টায় গ্রেপ্তারকৃত রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে সিএমএম কোর্টের হাজতখানায় আনা হয়।

বিকাল ৩টায় রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Will there be any respite from inflation?

To many, especially salaried and fixed-income individuals, this means they will have no option but to find ways to cut expenditures to bear increased electricity bills.

5h ago