অপরাধ ও বিচার

উখিয়া ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ৬ রোহিঙ্গা নিহত

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ৬ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
ছবি: ফাইল ফটো

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ৬ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

আজ শুক্রবার ভোরে উখিয়ার বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে নিহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-২ এর মোহাম্মদ ইদ্রিস (৩২), বালুখালী ক্যাম্প-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২)। বাকিদের নাম এখনো জানা যায়নি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান গণমাধ্যমকে ৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '২ গ্রুপের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ ১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশ ক্যাম্পে অভিযান চালাচ্ছে।'

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

2h ago