উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আটক ৬

পটুয়াখালীতে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় এক পরীক্ষার্থীর কাছ থেকে ব্লুটুথ ডিভাইস জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা শহরের পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষার হল এবং এর আশপাশ থেকে তাদের আটক করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়োগ পরীক্ষায় পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে শিমু আক্তার নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তদন্তের স্বার্থে অপর আটককৃতদের নাম প্রকাশ করেননি ওসি।
তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং সাড়ে ১১টায় শেষ হয়।
পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট পর শিমু আক্তার নামের এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে, তল্লাশি চালিয়ে তার কাছে ব্লুটুথ ডিভাইস পাওয়া যায় বলে জানান তিনি।
Comments