গ্রেপ্তার অভিযানে গিয়ে আসামিদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

হত্যা মামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযানে গিয়ে আসামি ও সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেছে।
রোববার মধ্যরাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।
অভিযানে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সাগর (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সাগর চকরিয়ার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকার আব্দুল জলিলের ছেলে।
মামলার অভিযুক্ত আসামিরা হলেন, চকরিয়ার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ সাগর (২৮) ও মোহাম্মদ ছোটন (২৬) ও একই এলাকার মোহাম্মদ রাজীব।
আহতদের মধ্যে ২ জন উপপরিদর্শক (এসআই) ও ৩ জন কনস্টেবল আছেন বলে জানা গেছে। তবে তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
গতকাল রোববার দুপুরে চকরিয়ার বদরখালীতে বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে জমির বিরোধ নিয়ে একটি সালিশী বৈঠক বসে। বৈঠকে প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন ওরফে বদন (৪০) নামে এক যুবক নিহত এবং ৪ জন আহত হন।
ওসি ওসমান গনি বলেন, 'জয়নাল আবেদীন ওরফে বদন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একটি দল রোববার মধ্যরাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকায় অভিযানে যায়। এ সময় একদল সন্ত্রাসী-দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চকরিয়া থানায় কর্মরত ৫ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।'
তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারীদের ছোঁড়া গুলিতে আহত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে আহত পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আজ সোমবার সকালে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, জয়নাল আবেদীন ওরফে বদন হত্যার ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। নিহতের স্বজনরা এজাহার জমা দিলে মামলা নথিভুক্ত করা হবে। বদন হত্যা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
Comments