পরীমনির গাড়িসহ জব্দ আলামত ফেরতের নির্দেশ

চিত্রনায়িকা পরীমনির গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
porimoni_19aug21.jpg
ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমনির গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার শুনানি শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী মোস্তাফা কামালকে নির্দেশ দেন।

গত রোববার জব্দ করা আলামত পরীমনিকে ফেরত দেওয়ার সুপারিশসহ আদালতে প্রতিবেদন জমা দেয় সিআইডি। তাতে উল্লেখ করা হয়, পরীমনিকে জব্দ আলামত ফেরত দিলে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু।

গত ১৫ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে জব্দ মালামাল ফেরত চেয়ে আবেদন করেছিলেন পরীমনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই ও বাকি আলামতের বিষয়ে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন জমা দিতে বলেন।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে মাদকদ্রব্যসহ পরীমনিকে আটকের পর গ্রেপ্তার দেখায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৩১ আগস্ট আদালত তাকে জামিন দেন। এ সময় তদন্তকারী কর্মকর্তা কয়েক দফায় রিমান্ড আবেদন করেন।

পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে নিম্ন আদালতের ২ বিচারকের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। ব্যাখ্যা পেয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English
Abnormally high-priced purchases by Power Grid Company of Bangladesh

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

11h ago