পরীমনি ‘গ্রেপ্তার’

নিজ বাসা থেকে মদ-মাদকসহ গতকাল বুধবার আটক চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের সহকারী পরিচালক ইমরান আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, পরীমনিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পরীমনির সঙ্গে গ্রেপ্তার দেখানো হয়েছে নজরুল ইসলাম রাজসহ চার জনকে। এ বিষয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গতকাল রাতেই পরীমনি ও রাজকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে।
পরীমনির বাসায় অভিযান শেষে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, পরীমনির বাসা থেকে বেশ কিছু মাদক পাওয়া গেছে। এসব মাদক তার বাড়িতে শোকেস, কেবিনেট ও সাইড টেবিলের ভেতরে রাখা ছিল। তার বাসা থেকে আইস, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।
Comments