পীরগঞ্জে জেলেপল্লীতে আগুন: শিবির কর্মীসহ আরও ২ জন গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে জেলেপল্লীতে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ শিবিরকর্মীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ অক্টোবর রাতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে জেলেপল্লীতে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ শিবিরকর্মীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আবদুল্লাহ আল মামুন (২৩) ও ওমর ফারুক ওরফে টনেট (২৪)।

এসপি বিপ্লব কুমার জানান, মামুন ২০১২ সাল থেকে সাদুল্লাপুরে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। আর, ওমর ফারুক ছিলেন পীরগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ড মসজিদের ইমাম।

গত ১৭ অক্টোবর ঘটনার রাতে তারা পেট্রোল নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুর থেকে পীরগঞ্জে এসে হামলায় অংশ নেন বলেও জানান এসপি।

এদিকে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র দ্য ডেইলি স্টারকে জানান, পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় ৪টি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।

আজ সোমবার সকাল পর্যন্ত এ সব মামলায় ৬৬ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানান তিনি।

ওসি জানান, তাদের মধ্যে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও সহিংসতার ঘটনা উসকে দেয়ার অন্যতম হোতা পরিতোষ সরকার, উজ্জ্বল হোসেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলাম আদালতের কাছে নিজেদের দায় স্বীকার করেছেন।

১৭ অক্টোবর রাতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৭০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank has to provide info that people have right to know: Arafat

Bangladesh Bank will have to provide all information that public has a right to know, State Minister for Information and Broadcasting, Mohammad Ali Arafat, said today

24m ago