অপরাধ ও বিচার

প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রচারের দায়ে ৭ বছরের কারাদণ্ড

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রচারের দায়ে রাশেদ তালুকদার (৩৪) নামে এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ সামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।
প্রতীকী ছবি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রচারের দায়ে রাশেদ তালুকদার (৩৪) নামে এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ সামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক বলেন, রাশেদ এর মধ্যে যে সময়টুকু জেল হেফাজতে ছিলেন তা তার কারাদণ্ডের সময় থেকে বাদ দেওয়া হবে।

২০১৬ সালের ২৩ জুন রাশেদ তালুকদার তার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর বক্তব্য প্রচার করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। রাশেদ টাঙ্গাইল জেলার কালিহাতীর বাসিন্দা।

ঘটনার পর রাশেদকে গ্রামের বাড়ি থেকে আটক করে তার বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেন কালিহাতী থানার উপ-পরিদর্শক মানিক চন্দ্র দে।

তদন্ত শেষে ২০১৬ সালের ১২ ডিসেম্বর রাশেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ওই থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা টিটু চৌধুরী।

পরে মামলাটি নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০১৭ সালের ১২ জুলাই রাশেদের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

9h ago