বদরুন্নেসা কলেজের শিক্ষক রুমা সরকার ২ দিনের রিমান্ডে

স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার পল্লবীর 'সাহিনুদ্দীন' হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে নোয়াখালীর 'যতন সাহা' হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রুমা সরকারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর-রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

'সাহিনুদ্দীন' হত্যাকাণ্ডের ভিডিওকে নোয়াখালীর 'যতন সাহা' হত্যাকাণ্ড বলে অপপ্রচার ও ফেসবুক লাইভে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার রুমা সরকারকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছিল। আজ র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৮/৩১ ধারায় মামলা করা হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক আমির উল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, র‍্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার মনির উদ্দিন বাদী হয়ে রাত ৩টার দিকে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৬ মে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে তার ছেলের সামনে কুপিয়ে হত্যা করে দুই যুবক। এই ঘটনায় সাবেক একজন এমপিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, গত ১৫ অক্টোবর বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের নরোত্তমপুরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দির (ইসকন মন্দির) এবং বিজয়া সার্বজনীন দূর্গা মন্দিরে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হামলায় নিহত হন যতন সাহা। ওই হামলায় নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

Comments

The Daily Star  | English

Some banks hit by capital squeeze

State-owned, Islamic Shariah-based, and specialised banks have seen deeper deterioration in their financial positions, whereas private commercial banks and foreign banks remain on firmer ground.

10h ago