বরিশালে রনি হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার দুপুরে নগরীর রূপাতলী র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৮ অধিনায়ক জামিল হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার মো. জহিরুল ইসলাম মামুন ও একই এলাকার আব্দুর হাওলাদার ওরফে আব্দুর রব।
র্যাব জানায়, গত ১৯ এপ্রিল রাতে বাকেরগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি মোল্লা এবং তার বড় ভাই সাইদুল ইসলামকে কুপিয়ে আহত করে জহিরুল ইসলাম মামুনসহ আসামিরা। আহত দুই ভাইকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. ইয়াছিন আলী মোল্লা বাদী হয়ে গত ২১ এপ্রিল বাকেরগঞ্জ থানায় মামলা করে।
গতকাল শনিবার ভোররাতে এ মামলার আসামি জহিরুল ইসলাম মামুন এবং তার সহযোগী আসামি আব্দুর হাওলাদারকে ঢাকার রূপগঞ্জ নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৮।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী ও চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে বাকেরগঞ্জ ও বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Comments