বাড়ির গেটের সামনে গোবর ফেলায় থানায় অভিযোগ

জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এক বাড়ির প্রবেশ মুখে গর্ত করে সেখানে গোবর ও গো-মূত্র ফেলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাটপাড়া গ্রামে এ ঘটনার ভূক্তভোগীরা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
ছবি: স্টার

জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এক বাড়ির প্রবেশ মুখে গর্ত করে সেখানে গোবর ও গো-মূত্র ফেলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাটপাড়া গ্রামে এ ঘটনার ভূক্তভোগীরা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

ভাটপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাহাজের ক্যাপ্টেন জয়নাল আবেদিন গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, প্রতিবেশী ফুল মিয়ার ছেলে লুৎফর রহমান ও সালাউদ্দিনের পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছে। আদালতে মামলাও চলমান আছে।

গ্রামের সালিশে তাদের বিরোধ মেটানোর উদ্যোগ একাধিকবার নিলেও তা ব্যর্থ হয়েছে। সম্প্রতি, পূর্ব বিরোধকে কেন্দ্র করে ফুল মিয়ার ছেলেরা জয়নালের বাড়ির গেটের সামনে গর্ত করে গরুর মল-মূত্র নিষ্কাশনের সংযোগ দিয়েছেন। এ ছাড়াও, তাদের বাড়ির পাশে নিয়মিত গোবর ফেলা হচ্ছে। এতে জয়নালের পরিবারের সদস্যরা অসুবিধায় পড়েছেন।

অভিযোগকারী জয়নাল আবেদীনের ভাষ্য, তার ৪ ভাই প্রবাসী ও এক ভাই ব্যবসায়ী এবং তিনি নিজে জাহাজে চাকরি করেন। কেবল তাদের মা বাড়িতে থাকেন। বাড়ি নির্জন থাকার সুবাদে গেটের কাছে গর্ত করে ও দেয়ালের পাশে গোবর ফেলে ফুল মিয়ার ছেলেরা তাদেরকে মানসিকভাবে নির্যাতন করছেন।

থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোাগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদেরকে বাড়ির সামনের গর্ত মাটি দিয়ে ভরাট করার পাশাপাশি দেয়ালের পাশে ফেলা গোবর সরিয়ে নিতে বলেছি। সরিয়ে না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

অভিযোাগের বিষয়ে ফুল মিয়ার ছেলে সালাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'জায়গা নিয়ে আমাদের মামলা-মোকদ্দমা দীর্ঘদিনের। ঘটনাস্থলে পুলিশ এসেছিল। তারা দেয়ালের পাশের গোবর সরিয়ে নেওয়ার কথা বলে গেছে।'

ছবি: স্টার

Comments

The Daily Star  | English
cooking gas crisis in bangladesh

PDB owes Tk 33,000 crore to power companies: Nasrul Hamid

Bangladesh Power Development Board (PDB) owes different power generation companies, both public and private (including Indian companies), Tk 33,108.99 crore

11m ago