অপরাধ ও বিচার

বেগমগঞ্জে গ্রাম পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে গ্রাম পুলিশ হত্যা মামলার পলাতক আসামি মো. সুমনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার দুপুর দেড়টার দিকে বেগমগঞ্জের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে গ্রাম পুলিশ হত্যা মামলার পলাতক আসামি মো. সুমনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার দুপুর দেড়টার দিকে বেগমগঞ্জের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাচরা গ্রামের বাসিন্দা। আজ দুপুরে র‌্যাব তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব ১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে   নোয়াখালী-২ আসনের বেগমগঞ্জ থানাধীন গোপালপুর ইউনিয়নের তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ নং ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এতে ভোট কেন্দ্রে নিয়োজিত গ্রাম পুলিশ হারুন অর রশীদ (৫১) ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় নিহতের বাবা আট জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে প্রায় আড়াই বছর পলাতক থাকার পর সুমনকে গ্রেপ্তার করা হলো।

সুমনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরও তিনটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারকৃত সুমনকে সোমবার বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

10h ago