অপরাধ ও বিচার

‘শাবিপ্রবির ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এ সব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরে ব্রিফিং করছেন ডিআইজি (অপারেশনস মিডিয়া অ্যান্ড প্লানিং) মো. হায়দার আলী খান। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এ সব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সপ্তাহের মিডিয়া ব্রিফিংয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস মিডিয়া অ্যান্ড প্লানিং) মো. হায়দার আলী খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র কিছু নিয়ম কানুন আছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বডি আছে। পুলিশ কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা। বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল বিষয়ে পুলিশ হস্তক্ষেপ করে না। এগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয় অথবা সরকারের উপযুক্ত বিভাগের বিষয়।'

'পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে, এটিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে,' যোগ করেন তিনি।

পুলিশের বিরুদ্ধে শাবিপ্রবির শিক্ষার্থীরা অভিযোগ করছে। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, 'এটা তদন্ত সাপেক্ষ। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Cut some luxuries to focus on worker welfare, PM tells factory, mill owners

On the occasion of May Day, Prime Minister Sheikh Hasina asked owners of mills and factories to cut some luxuries in their lives to pay special attention to labourers' welfare

1h ago