অপরাধ ও বিচার

সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, কারাগারে ১

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির মামলায় সাইফুল ইসলাম রিয়াদ (৩৫) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির মামলায় সাইফুল ইসলাম রিয়াদ (৩৫) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার রিয়াদ চাটখিল পৌর শহরের সুন্দরপুর মহল্লার বাসিন্দা। তিনি নিজেকে 'ইউটিউব সাংবাদিক' বলে পরিচয় দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের জুনে চাটখিল পৌরসভার ভীমপুরে ব্রিটিশ নাগরিক ও ব্যবসায়ী শাহ সুফিয়ান বাড়ি তৈরি করছিলেন। বাড়ির ভিডিও ফুটেজ নিয়ে ২ জুন রিয়াদ ও তার এক সহযোগী শাহ সুফিয়ানকে পৌরসভার আজিজ সুপার মার্কেটে দেখা করতে বলেন। শাহ সুফিয়ান তার এক বন্ধুকে নিয়ে সেখানে গেলে রিয়াদ শাহ সুফিয়ানকে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে অন্যের জায়গায় বাড়ি নির্মাণ করছে বলে প্রচার করার হুমকি দেন। সেদিনের পরও বার বার চাঁদা চেয়ে ফোন করা হয় সুফিয়ানকে।

এ ঘটনায় গত বছরের ২৯ জুন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শাহ সুফিয়ান। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই নোয়াখালী কার্যালয়কে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

পিবিআই কার্যালয় তদন্ত ও স্বাক্ষী প্রমাণ শেষে রিয়াদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মঙ্গলবার দুপুরে মামলার শুনানির সময় রিয়াদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

Comments

The Daily Star  | English
digital security act

Press freedom index: Bangladesh falls 2 spots, only Afghanistan worse in South Asia

The country was ranked 165th among 180 nations, placing it only above Afghanistan among South Asian countries

1h ago