অপরাধ ও বিচার

হামলার অভিযোগে সাঁথিয়া থানায় সাংবাদিকের জিডি

হামলার অভিযোগে পাবনার সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় পাবনার বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলাকারীদের বিচারের দাবিতে বিবৃতি দিয়েছে।
সাংবাদিক হাবিবুর রহমান স্বপন

হামলার অভিযোগে পাবনার সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় পাবনার বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলাকারীদের বিচারের দাবিতে বিবৃতি দিয়েছে।

বুধবার রাতে পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমানের ওপর হামলা হয়। তিনি দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার। জিডিতে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের ৫ জনের নাম উল্লেখ করেছেন। তারা হলেন, হাসিবুল খান, রুবেল সরদার, জাহিদুল ইসলাম নয়ন, মিনারুল ইসলাম বিশু ও শেখ মেহেদি হাসান।

লিখিত অভিযোগে সাংবাদিক হাবিবুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি একজন আইনজীবীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাঁথিয়া পাইলট স্কুলের কাছে পৌঁছালে কয়েকজন তাদের গতিরোধ করার চেষ্টা চালায়। পরিস্থিতি আঁচ করতে পেরে বাইকের গতি বৃদ্ধি করে তাদের অতিক্রম করার চেষ্টা করলে তারা লাথি দিয়ে মোটরসাইকেল ফেলে দেওয়ার চেষ্টা করে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন সময় নানা অনিয়ম নিয়ে প্রতিবেদনের কারণে পরিকল্পিতভাবে তার ওপর হামলা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, জিডি দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। বিভিন্ন সংগঠন একই দাবিতে বিবৃতি দিয়েছে।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

9h ago