বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ 

পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহ'র বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে এই ঘটনা ঘটে।  
ঢাকা-পাবনা মহাসড়কে অবরোধ করেন চেয়ারম্যানের সমর্থকরা। ছবি: স্টার

পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহ'র বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে এই ঘটনা ঘটে।  

এ ঘটনায় আজ সকালে ঢাকা-পাবনা মহাসড়কের কাশিনাথপুর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চেয়ারম্যান সমর্থকরা।

এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। দুপুর ১২টার পরে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে, সড়ক অবরোধ তুলে নিলেও নগড়বাড়ি ঘাট এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও চেয়ারম্যান সমর্থকেরা ঘাট এলাকায় বিক্ষোভ ও মানবন্ধন করে। 

এ বিষয়ে চেয়ারম্যান এ এম রফিকউল্লাহ বলেন, 'ভোর রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত আমার বাড়ি লক্ষ্য করে আট-নয়টি ককটেল নিক্ষেপ করে। এছাড়া, তিনটি শর্টগানের গুলি ছোঁড়ে। তবে, কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।'

তিনি আরও বলেন, 'দীর্ঘদিন ধরে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর সঙ্গে আমার নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।'

'গত শুক্রবার স্থানীয় একটি বাড়িতে দাওয়াতের অনুষ্ঠানে আমাকে দেখে তিনি সকলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আমি আমিনপুর থানায় একটি জিডি করেছি। আমার ধারণা জিডি করাতেই পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী এই ঘটনা ঘটিয়েছে', যোগ করেন রফিকউল্লাহ।

এ ব্যাপারে আজিজুল হক আরজুকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে, শনিবার আরজু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসন্ন ইউপি নির্বাচনে রফিকউল্লাহকে সমর্থন না দেওয়ার ঘোষণার পর থেকে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।' 

তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এসব অভিযোগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাছাড়া, এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।  
 
হামলার ঘটনা জানাজানি হওয়ার পরে চেয়ারম্যানের সমর্থকরা কাশিনাথপুর মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পাবনার সঙ্গে বিভিন্ন এলাকার পরিবহন যোগাযোগ বিঘ্নিত হয়। 

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।'

এ ছাড়া, পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলেও জানান ওসি। 

 

Comments

The Daily Star  | English

Activists occupy Columbia building as US campus protests flare

Demonstrators at Columbia University barricaded themselves inside a campus building early Tuesday, escalating a standoff with school officials as pro-Palestinian protests upend campuses across the United States

49m ago