বাংলাদেশ

কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশ (সিএমপি) এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’ এর উদ্বোধন করেন। ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশ (সিএমপি) এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিএ্যান্ডএস) এ সম্মেলন হয়।

প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান ও সিএমপি এর ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক অফিসারবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপি এর ১৭ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরণে সিএমপিসিএ্যান্ডএস এ নবনির্মিত স্মৃতিস্তম্ভ 'বিজয় চেতন' এর উদ্বোধন করেন। সেখানে একটি ছাতিম গাছের চারা রোপণ করেন তিনি। এছাড়া, সিএমপিসিএন্ডএস সেন্টারে তিনি 'মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটোরিয়াম' এর নামফলক উন্মোচন করেন।

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

48m ago