ত্রাণের আশায় বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন পীরগঞ্জের জেলে পাড়ার ক্ষতিগ্রস্তরা

সাম্প্রদায়িক হামলার শিকার পীরগঞ্জের জেলে পাড়ার ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে নগদ ৩১ লাখ টাকার সহায়তা দিয়েছে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।
ছবি: মোস্তফা সবুজ/স্টার

সাম্প্রদায়িক হামলার শিকার পীরগঞ্জের জেলে পাড়ার ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে নগদ ৩১ লাখ টাকার সহায়তা দিয়েছে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।

ছবি: মোস্তফা সবুজ/স্টার

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানও আজ সেখানে ত্রাণ দিতে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারকে ১০ হাজার করে টাকা, শিশু ও গবাদি পশুদের জন্য খাদ্য বিতরণ করেন তিনি।

ছবি: মোস্তফা সবুজ/স্টার

আজ দুপুরে স্থানীয় বটেরহাট আরডিএস দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই নগদ সহায়তা দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবরগুলোকে আরও এক লাখ টাকার তৈজসপত্র দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

ছবি: মোস্তফা সবুজ/স্টার

রংপুরে আজ সকাল থেকেই আবহাওয়া বিরূপ। প্রায় সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েই হিন্দু নারীদের আজ ত্রাণ নিতে দেখা যায়।

ছবি: মোস্তফা সবুজ/স্টার

 

Comments

The Daily Star  | English

People with Hajj visas can only travel to Jeddah, Medina and Makkah: KSA

Saudi Arabia has recently announced new rules regarding the issuance of Hajj visas, specifying that the visa will only permit travel to Jeddah, Medina, and Makkah

1h ago