নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুন: দগ্ধ ৩ পোশাক শ্রমিকের একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট বাসায় আগুনে দগ্ধ ৩ পোশাক শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও একজন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট বাসায় আগুনে দগ্ধ ৩ পোশাক শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও একজন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় আগুনে দগ্ধ পোশাক শ্রমিক মামুন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। আগুনে তার শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল।'

'মামুনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে,' যোগ করেন তিনি।

তিনি জানান, দগ্ধ পারভেজ এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন।

নিহত মামুন (২৭) নোয়াখালীর মোবারক আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে অনন্ত অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

একই গার্মেন্টেসের শ্রমিক পারভেজের (২৮) শরীর ৯৯ শতাংশ ও জীবনের (২০) শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় 'আদনান টাওয়ার'র চতুর্থ তলার একটি ফ্ল্যাট বাসায় আগুন লাগলে সেখানে বসবাসকারী ৩ শ্রমিক দগ্ধ হন।

Comments

The Daily Star  | English

Jashore records year's highest temperature at 43.8°C

The year's highest temperature of 43.8 degrees Celsius was recorded in the southwestern district of Jashore this afternoon

20m ago