দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

পোশাক কারখানা বন্ধ থাকায় আগুন লেগেছে বুঝতে দেরি হয়েছে: নিরাপত্তাকর্মী

প্রায় সোয়া ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পোশাক কারখানায় লাগা আগুন। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিল। যে কারণে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি বলে জানিয়েছেন জাহিন গার্মেন্টসের নিরাপত্তাকর্মী নবী হোসেন।
sonarga_fire3_28jan22.jpg
ছবি: স্টার

প্রায় সোয়া ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পোশাক কারখানায় লাগা আগুন। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিল। যে কারণে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি বলে জানিয়েছেন জাহিন গার্মেন্টসের নিরাপত্তাকর্মী নবী হোসেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, কারখানা চালু থাকলে শুরুতেই আমরা আগুন লাগার ঘটনা টের পেতাম। ভেতরে কোনো মানুষ ছিল না। আমাদের দায়িত্ব কারখানার বাইরে মূল ফটকে। আগুন লেগে যখন ছড়িয়ে পড়েছে, ধোঁয়া বের হচ্ছে, তখন আমরা বুঝতে পেরেছি।

নবী হোসেন আরও বলেন, ভেতরে আগুন নেভানোর যন্ত্রপাতি আছে। কিন্তু যতক্ষণে আমরা বুঝতে পেরেছি, ততক্ষণ আগুন তীব্র আকার নিয়েছে। ভেতরের মালপত্রে ছড়িয়ে পড়েছে। সে সময় আমাদের পক্ষে আর অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর সুযোগ ছিল না। প্রথমে আমাদের ফায়ার ইউনিট কাজ করে। পরে ফায়ার সার্ভিস যোগ দেয়।

এদিন বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ মদনপুর ইউনিয়নের বন্দর থানা এলাকায় সোনারগাঁ রোডে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীত পাশে জাহিন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago