দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ের পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে মরদেহ ২টি উদ্ধার করা হয় বলে গফরগাঁওয়ে রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।  

মৃতদের একজন উপজেলার ষোলহাসিয়া গ্রামের অটো রিকশাচালক ফারুক (৩৫)। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।  তার বয়স আনুমানিক ২৮।

এসআই শাহাদাত হোসেন জানান, আজ সকালে রৌহা মীর বাজার এলাকায় রেললাইনের উপর ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী জিআরপি পুলিশকে খবর দেয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় এই লাইনে চলাচলকারী ট্রেনে চাপা পড়ে তিনি মারা গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ছাড়া, সকালে রেলওয়ে স্টেশন এলাকার ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের পাশ থেকে অটো রিকশাচালক ফারুকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago