১৩২ যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত

চীনের কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে ১৩২ জন যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

চীনের কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে ১৩২ জন যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, গুয়াংজি অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় উড়োজাহাজটি দুর্ঘটনায় পতিত হয় এবং পাহাড়ে আগুন ধরে যায়।

সিসিটিভি আরও জানায়, দুর্ঘটনা কবলিত বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির কয়জন যাত্রী হতাহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানায় সিসিটিভি।

চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) নিশ্চিত করেছে, ১৩২ যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে দক্ষিণ চীনের পর্বতে বিধ্বস্ত হয়েছে।
 
সিএএসি আরও জানায়, উঝোউ শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। উড়োজাহাজে মোট ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন। এর আগে, রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভিতে জানানো হয় ১৩৩ জন যাত্রীর কথা।
 
৬ বছর পুরনো ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি কেন বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪।
  
সিএএসি জরুরি অবস্থা জারি করেছে এবং একটি তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে।
 
উড়োজাহাজটি চীনের দক্ষিণ-পশ্চিমের শহর কুনমিং ছাড়ে বাংলাদেশ সময় সকাল ১১টা ১১ মিনিটে। ফ্লাইটরাডার২৪ এর দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ২২ মিনিট পর্যন্ত এই ফ্লাইটটি ট্র্যাক করা গেছে। সেসময় উড়োজাহাজটি ভূপৃষ্ঠ থেকে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৩৭৬ নট (প্রায় ৬৯৭ কিলোমিটার) গতিতে চলছিল।
 
উড়োজাহাজটি চীনের পূর্ব উপকূলের শহর গুয়াংজুতে দুপুর ১টা ৫ মিনিটে অবতরণ করার কথা ছিল।
 
কোনো দুর্ঘটনার ক্ষেত্রে প্রচলিত প্রথা অনুযায়ী চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ওয়েবো পেজটি সাদাকালো করে দেওয়া হয়েছে। 

গত এক দশক ধরে চীনের এয়ারলাইন্সগুলোর নিরাপত্তা রেকর্ড সারাবিশ্বের মধ্যে অন্যতম সেরা।
 
এভিয়েশন সেফটি নেটওয়ার্কের দেওয়া তথ্য অনুযায়ী, চীনের সর্বশেষ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছিল ২০১০ সালে, যখন ৯৬ জন যাত্রীর মধ্যে ৪৪ জনই প্রাণ হারান।
 
এর আগে, ১৯৯২ সালে চায়না সাউদার্নের ৭৩৭-৩০০ জেট উড়োজাহাজ গুয়াংজু থেকে গাইলিন যাওয়ার পথে ভূপাতিত হয় এবং ১৪১ যাত্রীর সবাই নিহত হন।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

2h ago