নাঙ্গলকোটে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৪০ শিশু আহত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে প্রায় ৪০ জন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ও গুরুতর ৬ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্ফোরণে আহত শিশুদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: স্টার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে প্রায় ৪০ জন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ও গুরুতর ৬ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে কয়েকজন শিশুকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং অপেক্ষাকৃত গুরুতরদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, বিরলি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪০) নিজ বাড়ির উঠানে গ্যাস বেলুন বিক্রি করতেন। আগামীকাল থেকে পাশের হাসানপুর গ্রামের মাঠে মাঘ মাসের মেলা হওয়ার কথা। মেলা উপলক্ষে আজ বিকেলে তিনি বেলুনে গ্যাস ভরছিলেন। এ সময় স্থানীয় শিশুরা তার চারপাশে ভিড় করে।

এক পর্যায়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে বেলুন বিক্রেতা আনোয়ারসহ সেখানে উপস্থিত শিশুরা আহত হয়।

জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক ডা. আসিফ দ্য ডেইলি স্টারকে জানান, গ্যাস বিস্ফোরণে আহত ২০ জনেরও বেশি শিশুকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত শিশুদের নিয়ে অভিভাবকরা এখনও হাসপাতালে আসছেন বলে জানান তিনি।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রাহাত দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৫টি অ্যাম্বুলেন্সে আহত ১৯ শিশুকে মেডিকেল কলেজে নিয়ে গিয়েছি। আরও শিশুদের আনতে হবে।'

Comments

The Daily Star  | English
du admission test result

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

30m ago