নির্বাচন

অনিয়মের অভিযোগে হাতিয়ায় ৫ ইউনিয়নে আ. লীগ-স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

অনিয়মের অভিযোগ ও সংঘাতের আশঙ্কায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ৫ প্রার্থী ভোট বর্জন করেছেন।

অনিয়মের অভিযোগ ও সংঘাতের আশঙ্কায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ৫ প্রার্থী ভোট বর্জন করেছেন।

আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জনকারীরা হলেন: হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, জাহাজমারা ইউনিয়নের নৌকার প্রার্থী এটিএম সিরাজুল ইসলাম ও সোনাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আ. লীগের বিদ্রোহী প্রার্থী) নুরুল ইসলাম, নিঝুম দ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মেহরাজ উদ্দিন এবং চর ঈশ্বর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম আজাদ।

ভোটে অনিয়ম, ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের উপস্থিতি ও ভোট ডাকাতির আশঙ্কায় তারা এ ঘোষণা দিয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টায় বুড়ির চর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল তার বাড়িতে সাংবাদিকদের বলেন, 'ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের ব্যাপক উপস্থিতির কারণে ব্যাপক রক্তপাতের আশঙ্কা থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।'

হাতিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েকজন প্রার্থীর ভোট বর্জনের কথা লোকমুখে শুনেছি। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানিনি।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank has to provide info that people have right to know: Arafat

Bangladesh Bank will have to provide all information that public has a right to know, State Minister for Information and Broadcasting, Mohammad Ali Arafat, said today

30m ago