আ. লীগ প্রার্থীর হুংকার, ‘আমি প্রিসাইডিংয়ের বাপ’

প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট নিতে অস্বীকার করায় প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের লাউরফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর। ছবি: সংগৃহীত

প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট নিতে অস্বীকার করায় প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের লাউরফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে।

আজ রোববার সকাল সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে হুমকি দেন।

প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুজিবুর রহমান কেন্দ্রে এসে নৌকা প্রতীকের ভোট গোপন কক্ষে না নিয়ে প্রকাশ্যে নিতে আমাকে চাপ দেন। এতে রাজি হইনি বলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন ''আমি প্রিসাইডিংয়ের বাপ''।'

তিনি আরও জানান, কেন্দ্রে হট্টগোল পরিস্থিতির তৈরি হলে পুলিশ আওয়ামী লীগের প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেয়।

প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি মোবাইল ফোনে স্ট্রাইকিং ফোর্সকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।

স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর কাজী মাসুদ ইবনে আনোয়ার ডেইলি স্টারকে বলেন, 'প্রিসাইডিং অফিসারের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে আমরা হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাই। তবে সেখানে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত সেখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।'

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুর রহমান সওদাগর গণমাধ্যম কর্মীদের বলেন, 'ওই কেন্দ্রে ঝামেলা হচ্ছে জানতে পেরে আমি সেখানে যাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা, বানোয়াট। আমি এমন কিছু বলিনি বা করিনি।'

Comments

The Daily Star  | English
How do we protect the worst victims of inflation?

How do we protect the worst victims of inflation?

The reason for continued high consumer prices in the country despite prices dropping in the international market is a combination of policy and institutional failure.

8h ago