ডিসেম্বরের মধ্যে ৪১০০’র বেশি নির্বাচন

আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার ১০০টিরও বেশি নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) মেয়র নির্বাচন, সব জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ec logo

আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার ১০০টিরও বেশি নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) মেয়র নির্বাচন, সব জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়াও, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। গতকাল সোমবার কমিশন সভা শেষে তিনি বলেন, প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা  প্রচারণা চালাতে পারবে।

গত ১১ মার্চ সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সিলেট-৩ আসনটি শূন্য হয়।

ইসি সচিব জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন, এনসিসি মেয়র নির্বাচন, ১৬৭টি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন, দ্বিতীয় ধাপের নির্বাচন এবং নয়টি পৌরসভার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে কমিশনকে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারির মধ্যে ৬১টি জেলা পরিষদের নির্বাচন করতে হবে।

এ ছাড়াও, নয়টি পৌরসভা নির্বাচনও করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল এবং আরও ২০টি পৌরসভায় মেয়রের পাঁচ বছরের মেয়াদ শিগগির শেষ হবে।

এনসিসি মেয়রের মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারিতে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী বর্তমান মেয়রের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন সম্পন্ন করতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে।

Comments

The Daily Star  | English

Schools, Colleges: A reopening that defies heatwave, logic too

The reopening of educational institutions amid the heatwave was marred by two teachers’ deaths and dozens of students becoming sick.

13m ago