বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বুড়িগঙ্গায় নৌকা বাইচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকা বাইচের আয়োজন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌকা বাইচটি বুড়িগঙ্গার সোয়ারী ঘাট থেকে শুরু হয়, শেষ হয় কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে এসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত নৌকা বাইচ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকা বাইচের আয়োজন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌকা বাইচটি বুড়িগঙ্গার সোয়ারী ঘাট থেকে শুরু হয়, শেষ হয় কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে এসে।

আজ মঙ্গলবার আয়োজিত এ নৌকা বাইচে মোট ১১টি দল অংশ নেয় বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নৌকা বাইচ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

৬০ মাঝির নৌকা বাইচে শেখবাড়ী দল প্রথম, সোনার তরী দল দ্বিতীয় এবং জয় বাংলা দল তৃতীয় হয়। ১২ মাঝির নৌকা বাইচে মারুফ খান দল প্রথম, হামিদ আলী দল দ্বিতীয় এবং  খায়রুল ইসলামের দল তৃতীয় হয়।

অনুষ্ঠান শেষে লেজার শো এবং ফানুস উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য হাজী মো. সেলিম, বিআইডব্লিউটি এর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago