ব্রাহ্মণবাড়িয়ায় ছোটদের খেলা নিয়ে বড়দের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কিশোরদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গিয়ে আরও ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়ার ডাইনপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সরাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আহত পুলিশ সদস্যরা হলেন- সরাইল থানার এসআই সাইফুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, সদস্য জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম, শাহিদুল ইসলাম। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, 'কুট্টাপাড়া গ্রামের কামারবাড়ি সংলগ্ন খালি জমিতে খন্দকারপাড়া ও ডাইনপাড়ার দুই দল কিশোর ক্রিকেট খেলছিল। খেলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এসময় ডাইনপাড়ার একজনকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরই জের ধরে দু'গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত হয়।'
ওসি আরও বলেন, 'পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।']
স্থানীয়রা জানান, সংঘর্ষে আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।
Comments