লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩,২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের লোকদের জন্য তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্যাকেজের কথা জানানো হয়।
স্টার ফাইল ফটো

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের লোকদের জন্য তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্যাকেজের কথা জানানো হয়।

এতে জানানো হয়, ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন দিনমজুর, পরিবহন শ্রমিক, নৌ শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ থাকবে। তাদের প্রত্যেকে দুই হাজার ৫০০ টাকা করে পাবেন।

শহরাঞ্চলের স্বল্প আয়ের লোকদের সহায়তায় সরকার ২৫ জুলাই থেকে ১৫০ কোটি টাকার ১৪ দিনের একটি বিশেষ ওএমএস কর্মসূচি শুরু করবে। কর্মসূচিতে দেশব্যাপী ৮১৩টি কেন্দ্রের মাধ্যমে ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটা বিতরণ করা হবে।

৩৩৩ নম্বরে ফোনকল পেয়ে খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।

পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফের মাধ্যমে গ্রামাঞ্চলে ঋণ সহায়তা (চার শতাংশ সুদে) দিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন হাজার ২০০ কোটি টাকার আগের বরাদ্দের পাশাপাশি সরকার আরও এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করবে।

এছাড়া, হোটেল, মোটেল এবং থিম পার্কসহ পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মীদের বেতন পরিশোধ করতে ব্যাংকের মাধ্যমে এক হাজার কোটি টাকার মূলধন সহায়তা দেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

9h ago