বাংলাদেশ

সবগুলো সেতুর টোল আদায়ে কমন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ

কোনো নাগরিক যেন চাইলেই প্রতিদিনের টোল আদায়ের তথ্য অনলাইনে দেখতে পারেন, সে জন্য সবগুলো সেতুর টোল আদায়ে একটি কমন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটি। 
সংসদ ভবন
ফাইল ফটো

কোনো নাগরিক যেন চাইলেই প্রতিদিনের টোল আদায়ের তথ্য অনলাইনে দেখতে পারেন, সে জন্য সবগুলো সেতুর টোল আদায়ে একটি কমন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটি। 

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির মূল বৈঠকে উপকমিটি তাদের একটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। 

তবে, সভা সূত্রে জানা গেছে, বৈঠকে প্রতিবেদন নিয়ে কোনো আলোচনা হয়নি। 

এর আগে, ধলেশ্বরী সেতু ও বঙ্গবন্ধু সেতুসহ অন্যান্য সেতুর টোল আদায় পদ্ধতি এবং দরপত্র ছাড়া সময় বৃদ্ধিসহ যাবতীয় কার্যক্রম তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়। ধলেশ্বরী সেতুর টোল আদায়ে অনিয়মের খবরের পরিপ্রেক্ষিতেই ওই উপকমিটি গঠন করা হয়েছিল। 

পুলিশের পরিবর্তে নিজস্ব জনবল দিয়ে সড়ক-মহাসড়কের নিরাপত্তা দিতে বলেছে সংসদীয় উপকমিটি। 

উপকমিটির প্রধান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এনামুল হক এ বিষয়ে বলেন, 'বৈঠকে উপকমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।'

উপকমিটি তাদের প্রতিবেদনে সাতটি সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, কোনো অবস্থাতেই দরপত্র ছাড়া কার্যাদেশের মেয়াদ না বাড়ানো; টোল আদায় ব্যবস্থাপনার নিবিড় তদারকি; রাস্তা ও যানবাহনের ধরণ ও পরিমাণের ভিত্তিতে একটি মাস্টার প্লানের আওতায় এনে সড়ক নেটওয়ার্ক ব্যবস্থাপনা; বিপদজনক বাঁকগুলি সরলীকরণ; মহাসড়কে নসিমন-করিমন ও অন্যান্য ব্যাটারিচালিত যান নিষিদ্ধকরণ; পুলিশ বাহিনীর পরিবর্তে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিজস্ব জনবল দিয়ে সড়ক-মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং টেন্ডারপ্রক্রিয়া শেষ না হওয়ার আগ পর্যন্ত ধরেশ্বরী সেতুর টোল নিজস্ব জনবল দিয়ে আদায়।

সভা সূত্রে জানা গেছে, সংসদীয় কমিটির সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহার ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগ উঠেছে সংসদীয় কমিটিতে। এ অভিযোগের তদন্ত প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়। 

এ বিষয়ে কমিটির সভাপতি একাব্বর হোসেন বলেন, 'সে বিভাগের সঙ্গে নিয়মমাফিক চলে না। শুনেছি সে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে। এ অভিযোগের সত্যতা জানতে আমরা তাকে তলব করেছি।' 

সংসদীয় কমিটির একজন সদস্য বলেন, 'আমাদের কাছে অভিযোগ এসেছে তুষার কান্তি সাহার ভারতের কলকাতায় বাড়ি-গাড়ি রয়েছে। তার পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। তিনি সরকারি কাজের অবহেলা করে প্রায়ই ভারতে যান।'

এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগসমূহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বা অতিরিক্ত সচিবের মাধ্যমে পুনঃতদন্ত করে আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

Comments

The Daily Star  | English

Rain, at last, in some parts of Dhaka

After a month-long severe heatwave, Dhaka experienced rain and thundershowers in parts of the capital last night

35m ago