সিইসি ও ইসি নিয়োগ বিল সংসদে উত্থাপন কাল

বহুল আলোচিত 'প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২' বিল আগামীকাল রোববার জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
সংসদের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আগামীকালের সংসদ অধিবেশনের কার্যসূচি অনুযায়ী নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনের খসড়া উত্থাপন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সংসদের কার্যক্রম সংক্রান্ত নোটিশ অনুসারে, প্রস্তাবিত আইনটি উত্থাপনের পর আইনমন্ত্রী বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন এবং তা সংসদে পেশ করবেন।
সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইসি গঠনে সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগকে আইনি ভিত্তি দিতে বিলটি আনা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের চলমান অধিবেশনে প্রস্তাবিত আইনটি পাস হওয়ার সম্ভাবনা থাকায় এবং নতুন আইন অনুযায়ী নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে বলে, আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিকে বিলটি যাচাই-বাছাই এবং প্রতিবেদন জমা দেওয়ার জন্য বেশি সময় দেওয়া হবে না।
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।
মন্ত্রিসভা গত ১৭ জানুয়ারি সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের খসড়া অনুমোদন করে।
Comments