১৫-২২ জুলাই লকডাউন শিথিল, প্রজ্ঞাপন আগামীকাল

আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হবে। এ বিষয়ে আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।
স্টার অনলাইন গ্রাফিক্স

আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হবে। এ বিষয়ে আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।

আজ সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর বিষয়টি জানিয়েছে।

তবে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

এর আগে, আজ বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সীমিত আকারে গণপরিবহন চালু ও দোকান খোলার অনুমতি চেয়ে একটি প্রস্তাবনা সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে।’

প্রস্তাবটি সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছিলেন তিনি।

‘তবে, করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার ঈদের পর আবারও কঠোর লকডাউন ঘোষণা করতে পারে,’ যোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৫ তারিখ থেকে দোকান খোলার অনুমতির মৌখিক আশ্বাস পেয়েছি। আগামীকাল এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানানো হবে। কর্মচারীদের মধ্যে যারা এখন ঢাকায় আছেন তাদের দিয়েই স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছি।’

Comments

The Daily Star  | English

Rain likely in Dhaka, four other divisions

Met office forecasts rain or thunder showers accompanied by temporary gusty or squally wind in parts of five divisions

10m ago