জাপানের ৩৮৪ সংসদ সদস্যের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

জাপানের পার্লামেন্টের ৩৮৪ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রয়টার্স জানায়, আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মস্কো বলেছে, যারা 'বন্ধুসুলভ নয়' বা 'রাশিয়াবিরোধী অবস্থান নিয়েছে' তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রয়টার্স বলছে, টোকিও রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফ্রিজ করতে জি৭-এ যোগ দিয়েছে জাপান।
Comments