পুতিনের অসুস্থতার খবর গুজব: লাভরভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার সংবাদকে 'গুজব' বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ।
আজ সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিনই জনসম্মুখে আসছেন।
ফ্রান্সের টিএফওয়ান টেলিভিশনকে লাভরভ বলেন, 'আপনারা প্রেসিডেন্ট পুতিনকে টেলিভিশনে দেখতে পাচ্ছেন। তার ভাষণ শুনতে বা পড়তে পারছেন। আমি মনে করি না কেউ তার মধ্যে অসুস্থতার লক্ষণ দেখছেন।'
তিনি আরও বলেন, 'যারা প্রেসিডেন্ট পুতিনের অসুস্থতার গুজব ছড়াচ্ছেন বিষয়টি আমি তাদের বিবেকের ওপর ছেড়ে দিচ্ছি।'
Comments