মধ্যপ্রাচ্য

আরব সাগরে তেলট্যাঙ্কারে হামলায় ইরানকে দায়ী করছে ইসরায়েল

আরব সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলার সঙ্গে ইরান জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। ওই হামলায় ট্যাঙ্কারের দুই ক্রু নিহত হয়েছেন। তাদের একজন ব্রিটিশ নাগরিক এবং একজন রোমানের নাগরিক।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। ফাইল ছবি, রয়টার্স

আরব সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলার সঙ্গে ইরান জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। ওই হামলায় ট্যাঙ্কারের দুই ক্রু নিহত হয়েছেন। তাদের একজন ব্রিটিশ নাগরিক এবং একজন রোমানের নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার লন্ডনভিত্তিক কোম্পানি জোডিয়াক মেরিটাইম পরিচালিত জাহাজ এমভি মার্সার স্ট্রিট যখন আরব সাগরের ওমানের উপকূলে ছিল তখন এ ঘটনা ঘটে।

কোম্পানিটির মালিক ইসরায়েলের শিপিং ম্যাগনেট ইয়াল ওফার। তিনি বলেছেন, সেদিন কী ঘটেছিল তা জানতে তারা কাজ করছে।

শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ অভিযোগ করেছেন, এটি ছিল 'ইরানের সন্ত্রাসবাদ'।

তিনি বলেন, 'ইরান কেবল ইসরায়েলের সমস্যা নয়, তাই বিশ্বকে চুপ থাকলে হবে না।'

তবে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ নিয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি।

বিবিসি জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী, জাপানের মালিকানাধীন ট্যাঙ্কারে হামলার বিস্তারিত বিবরণ এখনো স্পষ্ট নয়।

এই ঘটনা এই অঞ্চলের উত্তেজনা আরও বৃদ্ধি করবে মনে করা হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে একটি ড্রোন জড়িত ছিল।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, তারা অবিলম্বে সঠিক তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় মারা যাওয়া ব্রিটিশ নাগরিকের প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা।'

এতে আরও বলা হয়েছে, জাহাজগুলোকে 'আন্তর্জাতিক আইনে অবাধে চলাচল করতে দিতে হবে'।

শুক্রবার এক বিবৃতিতে জোডিয়াক মেরিটাইম জানিয়েছে, জাহাজটি এখন 'ক্রুদের নিয়ন্ত্রণে যাত্রা করছে' এবং মার্কিন নৌ-প্রহরীরা একটি নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি এবং ইরান পরিচালিত উভয় জাহাজে বেশ কয়েকটি হামলা হয়েছে। এসব ঘটনায় উভয় দেশই পাল্টাপাল্টি অভিযোগ এবং অস্বীকার করে আসছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেছেন, তিনি তার ব্রিটিশ সমকক্ষ ডমিনিক রাব-এর সঙ্গে পরামর্শ করছেন এবং বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়া হবে।

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

50m ago